১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বন্যায় তলিয়ে গেছে নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ড। এজন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বিভিন্ন অঞ্চলে। এরইমধ্যে, গুহায় নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীর সন্ধানে চলছে জোর উদ্ধার তৎপরতা। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ভারী বৃষ্টির কারণে মঙ্গলবার অনেক বাড়ির নীচতলা, গাড়ি রাখার জায়গা তলিয়ে গেছে। বন্যার কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক হাজার ঘরবাড়ি। বাধাগ্রস্ত হচ্ছে পানি সরবরাহ ব্যবস্থা। এছাড়া ওই এলাকায় রেল চলাচলও ব্যাহত হচ্ছে।
এর আগেও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সাইক্লোন গ্যাব্রিয়েল অকল্যান্ডে আঘাত হেনেছিল। এতে নিহত হয়েছিলেন অন্তত ১১ জন।
ধারণা করা হচ্ছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত এই ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। পরিস্থিতি বিবেচনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন জায়গায় ঘোরা ফেরা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে উদ্ধারকারী দল।
এই অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে উঠিয়ে নেয়া হবে জরুরি অবস্থা।