৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি

মক্কায় কোরআনের খতমের দোয়ায় ২৫ লাখ মুসল্লি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে কোরআন খতম শেষে দোয়ায় অংশ নিয়েছেন ২৫ লাখের বেশি মুসল্লি অংশগ্রহণ করেছেন। স্থানীয় নাগরিকদের পাশাপাশি মোনাজাতে অংশ নেন ওমরাহ পালনকারী ও দেশটিতে ভ্রমণকারীরা।

বুধবার (১৯ এপ্রিল) পবিত্র রমজান মাসের ২৮তম রাতে এই দোয়া অনুষ্ঠিত হয়। প্রতিবছর রমজান মাসে তারাবিহ এর নামাজে পুরো কোরআন পাঠ করার পর এই খতম আল-কোরআন দোয়া আয়োজন করা হয়। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বুধবারের মসজিদুল হারামে তারাবিহ নামাজ ও মোনাজাত পরিচালনা করেন হারামাইনের পরিচালনা পরিষদের প্রধান শায়খ আবদুর রহমান আস-সুদাইস। এদিন মসজিদ ছাড়াও আশেপাশের সড়কে লাখ লাখ মুসল্লি মোনাজাতে অংশ নেন।

দোয়ার সময় শেখ আল-সুদাইস বরকতময় রাতে সব মুসলিমকে ক্ষমা করে দেওয়া এবং দোজখের আগুন থেকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

সৌদি আরব, দেশটির নেতা এবং বিশ্বের সব মুসলিম দেশকে শয়তান থেকে রক্ষা এবং নিরাপত্তা, সুরক্ষা ও স্থিতিশীলতারও প্রার্থনা করেন শেখ আল-সুদাইস।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com