পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ থেকে হজ পালন করতে গিয়ে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে মক্কায়।
তার নাম মো. আলী হোসেন (৬৭)।
রোববার হজ বুলেটিনে জানানো হয়, আলী হোসেন শনিবার মারা যান। তার গ্রামের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী।
এবার হজ পালনের জন্য যারা সৌদি আরব পৌঁছেছেন তাদের মধ্যে আলী হোসেনসহ চারজনের মৃত্যু হয়েছে বলে বুলেটিনে জানানো হয়।
এর আগে শফিকুল ইসলাম (৫৪), শাহানারা বেগম (৬৪) ও মো. আব্দুল ওয়াহেদের (৪৬) মৃত্যু হয়।
এই চারজনের সবাই মক্কায় মারা গিয়েছেন।
বুলেটিনে জানানো হয়, হজ পালন করতে শনিবার রাত পর্যন্ত ৫০ হাজার ১৪ জন সৌদি আরব পৌঁছেছেন। সরকারি ব্যবস্থাপনার গিয়েছেন ৯ হাজার ৮৯ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৪০ হাজার ৯২৫ জন।
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে।