৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি

মগবাজারে পিকআপ ভ্যানের চাপায় বাসচালক নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর মগবাজার ফ্লাইওভারে পিকআপ ভ্যানের চাপায় এক বাসচালক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুলের বয়স ৩৫ বছর এবং তার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইলে।

কানন নামে আরেক বাসচালক জানান, বলাকা পরিবহনের বাসটি কমলাপুরের দিকে যাচ্ছিল। ওই বাসের হেলপার না থাকায় শহিদুল গেটে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় আরেকটি বাস পাশ কাটানোর সময় তাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মগবাজার ফ্লাইওভারের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে গেটে থাকা শহিদুল নিচে পড়ে যান। পরে পেছন থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের চাপায় গুরুতর আহত হন শহিদুল। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com