পাথেয় রিপোর্ট : ১৮ ডিসেম্বর মঙ্গলবার ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শিরোনামে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার প্রকাশ করা হবে।
এরমধ্যে বিভিন্ন মহলের কাছে দলটির সাধারণ সম্পাদক স্বাক্ষরিক ইশতেহার প্রকাশ অনুষ্ঠানের দাওয়াতনামা পাঠাচ্ছে দলটি। ওই দাওয়াত নামায় উল্লেখ আছে, বাংলাদেশ আওয়ামী লীগ বিগত ১০ বছরের উন্নয়নের ধারা অব্যাহত রেখে আগামীতে দেশকে সমৃদ্ধির পথে নিতে প্রতিজ্ঞাবদ্ধ। এ লক্ষ্যে ১৮ ডিসেম্বর সকাল ১০টায় হোটেল সোনারগাঁও এ বাংলাদেশ আওয়ামী লীগের ‘নির্বাচনী ইশতেহার-২০১৮ ’ ঘোষণা করা হবে।
আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ইশতেহারে ১৪ প্রতিশ্রুতি ও ৩৫ অঙ্গীকার ঘোষণা করা হয়েছে। ঐক্যফ্রন্টের ইশতেহারে শিক্ষিত ও তরুণ প্রজন্মের ভাবনা এবং তাদের চাহিদার বিষয়গুলো স্থান পেয়েছে।
নির্বাচনে জয়ী হলে আগামী পাঁচ বছরের মধ্যে এসব অঙ্গীকার বাস্তবায়ন করারও ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ১৭ ডিসেম্বর সোমবার ইশতেহারে ৩৫টি অঙ্গীকারের ঘোষণা দেন ড. কামাল হোসেনের পক্ষে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
এর আগে ইশতেহার তৈরির জন্য ঐক্যফ্রন্ট ৬ সদস্যের একটি কমিটি করে দেয়। কমিটিতে বিএনপি থেকে সাংবাদিক মাহফুজউল্লাহ, গণফোরাম থেকে আ ও ম শফিক উল্লাহ, নাগরিক ঐক্য থেকে ডা. জাহেদ উর রহমান, জেএসডি থেকে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কৃষক শ্রমিক জনতা লীগের অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী এবং ডা. জাফরুল্লাহ চৌধুরীকে রাখা হয়।