মঙ্গল শোভাযাত্রা নিয়ে যা বললেন মাওলানা আহমাদুল্লাহ

মঙ্গল শোভাযাত্রা নিয়ে যা বললেন মাওলানা আহমাদুল্লাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আজ পহেলা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হবে নতুন বাংলা বর্ষ ১৪৩১। রবিবার (১৪ এপ্রিল) বাংলা নতুন বছরকে বরণ করে নিতে চারুকলা অনুষদে মানুষের ঢল নামে। এ দিন সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ঢাকা ক্লাব ও শিশু পার্কের সামনে দিয়ে প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গিয়ে শেষ হয়।

বর্ষবরণে এমন শোভা যাত্রার বিষয়ে দ্বিমত পোষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ইসলামি ব্যক্তিত্ব, আলোচক ও সক্রিয় সামাজিক কর্মী শায়খ আহমাদুল্লাহ।

নববর্ষের আগের দিন শনিবার শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, ‘মঙ্গলের মালিকের কাছে মঙ্গল প্রার্থনা করুন। কুসংস্কার ও শিরকপূর্ণ ধ্যান-ধারণা থেকে দূরে থাকুন। বিভিন্ন প্রাণীর মুখোশ পরে শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল কামনা করার না আছে কোনো যৌক্তিকতা, না আছে ধর্মীয় ভিত্তি।’

তিনি ওই পোস্টে মন্তব্যের ঘরে আরও লিখেন, ‘দীর্ঘ এক মাস সংযম ও সিয়াম সাধনার পর এই ধরনের কুসংস্কারের দিকে ধাবিত হওয়া কোনো মুসলমানের জন্য শোভনীয় হতে পারে না। আমাদের সংযম যেন শুধু এক মাসের মধ্যে বন্দী হয়ে না থাকে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *