২৭শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে যাচ্ছেন এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সোমবার থেকে শুরু হতে যাওয়া এই সফরে মিসর, জর্ডান ও তুরস্ক যাওয়ার কথা রয়েছে তার। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সৌদি গেজেট।
প্রতিবেদনে বলা হয়, সফরে তিন দেশের নেতাদের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবেন যুবরাজ।
আলোচনায় মধ্যপ্রাচ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব মোকাবিলার মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকবে বলে প্রতীয়মান হচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নানা চুক্তি স্বাক্ষরের পাশাপাশি দেশগুলোর সঙ্গে সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রতি নজর দেওয়া হতে পারে।
আগামী ১৬ জুলাই সৌদি আরবে অনুষ্ঠিতব্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের শীর্ষ সম্মেলনকে সামনে রেখে এ সফরে যাচ্ছেন এমবিএস। উপসাগরীয় সহযোগিতা পরিষদের শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও অংশ নেবেন বলে জানা গেছে।