পাথেয় টোয়েন্টিফোর ডটকম: মধ্য গাজার দেইর এল-বালাহ এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ১২ জন। এদের মাঝে বেশিরভাগই নারী ও শিশু। খবর- আল জাজিরা
এক ভিডিওতে দেখা গেছে, এই হামলায় আহতদের নেওয়া হয়েছে আল-আকসা মার্টার্স হসপিটালে। এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে।
এছাড়া একই দিনে পশ্চিম তীরের নাবলুসে অভিযান চালিয়েছে ইসরায়েল। বিস্ফোরণ এবং সংঘর্ষের পর সেখানে গ্রেপ্তার হয়েছেন ১৪ জন ফিলিস্তিনি পুরুষ। আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনিদের ওপর বুলডোজার এবং টিয়ার গ্যাস নিয়ে হামলা করে ইসরায়েলি বাহিনী। এছাড়া তুলকারেম, বেথলেহেম, হেব্রন এবং জেনিনেও অভিযান চালিয়েছে ইসরায়েল।
এদিকে উত্তর গাজায় অবশেষে পৌঁছেছে ত্রাণ সহায়তা। আল জাজিরার যাচাই করা এক ভিডিও দেখা যায়, ময়দার বস্তা ঘিরে উল্লাস করছে ফিলিস্তিনি তরুণরা। শনিবার ১৩ ট্রাক ত্রাণ ওই এলাকায় পৌঁছানোর পর তা গাজাবাসীর মাঝে বিতরণ করা হয়েছে।