মন কাঁদে শুক্রবারে | হাসান মাহমুদ

মন কাঁদে শুক্রবারে | হাসান মাহমুদ

  • হাসান মাহমুদ 

মন কাঁদে শুক্রবারে 

আলো শেষে নেমে আসে আঁধার
গুটিয়ে রাখো তোমায় শুক্রবার—
বলো কতটুকু গ্লানি মুছনের পর
বাঁধবে বাবুইয়ের মতো ঘর—?
কেন ছল কর হিংস্র ক্ষুরধার
গুটিয়ে রাখো তোমায় শুক্রবার।
রোশনাই ঝরা কোমল জোছনায়
প্রণয় বাঁধো তুমি প্রণয়ের সুতায়—
দীঘল কালো রাত পেরিয়ে
হৃদয়ে দহনজ্বালা পুরে দিয়ে
গুটিয়ে রাখো তোমায় শুক্রবার—
আমার টানাপোড়েনের সংসার
এ জীবন দুঃখের তবু ফুলবাহার—
গুটিয়ে রাখো তোমায় শুক্রবার।
এসো জীবনের দুঃখ ভাঙি প্রেম প্রথার
তবু সুখে রাঙি মরমী প্রেম প্রভার—
বলো না মরমে আঘাতে কে কার!
এখন তো নয় সময় দূরে যাওয়ার—
গুটিয়ে রাখো তোমায় শুক্রবার।
জীবনের আবছায়া মৃদু ক্ষণে
তোমার কথা হয় বারবার মনে—
সাধনার ধ্যান ছুটে যায় আমার
একি রক্তাক্ত জাদুঠোঁট তোমার—!
গুটিয়ে রাখো তোমায় শুক্রবার।
ঘোরে তমসা ঢালো প্রণয়ী তুমি
বিপন্ন মনে এঁকে দাও ত্রস্ত ভূমি—
কান্নায় ভেঙে পড়ে পড়শি মৃতদার
গুটিয়ে রাখো তোমায় শুক্রবার।
ফুসলাও আমায় ফণিমনসার জিদে
বিঁধো বিরহের সুচালো কাঁটা এ হৃদে—
মজমা জমাও হৃদয় ভাঙার!
গুটিয়ে রাখো তোমায় শুক্রবার।
প্রণয়ী তুমি দাও বিষ জ্বালা
ভেঙে ভেঙে প্রেমের বরণঢালা—
কি ঢঙি তুমি কুশলি অপার
গুটিয়ে রাখো তোমায় শুক্রবার।
প্রণয় ঢঙে হৃদয়ে বিঁধো কাঁটা
প্রণয়ের মাঝে কিসের ভাটা—?
এত কর তুমি হৃদয় অন্তঃসার
গুটিয়ে রাখো তোমায় শুক্রবার।
তুমি প্রণয়িনী আত্মভোলা
কেন দাও হৃদয়ে নাগরদোলা—?
ভুলে যাও তুমি প্রণয়ী বাম হাড়
গুটিয়ে রাখো তোমায় শুক্রবার।
আমার হৃদয়ে হৃদয় ঠিক রেখে
পরশ্রী তুমি যাও কেন বেঁকে—
এ হৃদয় শুধুই কী সুখ তৃষ্ণার—!
গুটিয়ে রাখো তোমায় শুক্রবার।
তোমার কাবিনের হাত ছুঁই বারবার
একজীবন দুখে কেন যাবে অসার—!
হৃদয়ে খুলে দিই প্রেমের দুয়ার—
তবু গুটিয়ে রাখো তোমায় শুক্রবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *