মমতাকে হিজড়া বললেন বিজেপি নেতা

মমতাকে হিজড়া বললেন বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক ● ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ‘হিজড়া’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা। গত সোমবার পশ্চিমবঙ্গের মেদনীপুর জেলায় এক সমাবেশে বিজেপি নেতা শ্যামাপদ মন্ডল এমন মন্তব্য করেন। খবর হিন্দুস্তান টাইমস’র। তিনি বলেন, ‘আজকাল আমাদের মুখ্যমন্ত্রী নামাজে শরিক হন, হিজাব পরেন এবং আল্লাহু আকবার (আল্লাহ মহান) স্লোগানও দেন। এগুলোর সবই নাটক। বিজেপি নেতা বলেন, মাঝে মাঝে এটা বোঝা কঠিন হয়ে যায় যে, আমাদের মুখ্যমন্ত্রী পুরুষ না মহিলা।

আচরণ এ রকম হলে সাধারণত আমরা হিজড়া বলে থাকি। আমাদের মুখ্যমন্ত্রীও একজন হিজড়া।’বিজেপি নেতার এমন মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল। তারা এটাকে বিজেপির পরিত্যক্ত সংস্কৃতি বলে আখ্যায়িত করেছে। এছাড়া বিজেপি নেতার এমন মন্তব্যকে হিজড়া সম্প্রদায় এবং নারী রাজনীতিকদের প্রতি অনাকাক্সিক্ষত মনোভাবের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে কলকাতার তৃতীয় লিঙ্গ সম্প্রদায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *