পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র তাপস দাবি করেছেন, অন্য যেকোনো সময়ের চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মশা নিয়ন্ত্রণে রয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) টিটি পাড়ায় মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডিএসসিসি মেয়র বলেন, ‘শীত মৌসুমে যেহেতু পানিপ্রবাহ কমে যায়, তাই কিউলেক্স মশা বৃদ্ধি পায় এ সময়। আমরা নিয়মিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করছি। আশা করছি আগামীতে মশা কমে যাবে।’
তিনি বলেন, ‘মশার ওষুধ বা কীটনাশকের মান যেন ঠিক থাকে সেজন্য আমরা বার বার পরীক্ষা করাই। বেশিদিন ধরে যদি একই কীটনাশক বার বার ব্যবহৃত হয়, তাহলে সেটি মশার জন্য সহনশীল হয়ে যায়। সেজন্য আমরা কীটনাশক পরিবর্তন করে দিচ্ছি। আগামী দুই সপ্তাহ পর থেকে নতুন কীটনাশক ব্যবহার করা হবে। আশা করছি, দুই সপ্তাহ পর থেকে মশা আরও বেশি নিয়ন্ত্রণে আসবে।’
/এএ