২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

মসজিদে বর্বরোচিত বোমা হামলার দায় স্বীকার তালেবানের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের পেশোয়ারে মসজিদে নামাজের সময় শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৩২ জন নিহত হন। আহত হয়েছেন অন্তত ১৫০ জন। ভয়াবহ বিস্ফোরণের দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান। এক প্রতিবেদনে এমন তথ্য জানায় সংবাদ মাধ্যম জিও নিউজ।

পাকিস্তানভিত্তিক গণমাধ্যম ডন বলছে, বিস্ফোরণের পর ওই এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। উদ্ধারকর্মীরা বলেছেন, জোহরের নামাজের সময় ওই বিকট বিস্ফোরণ হয়। হামলাকারী নামাজের সময় সামনের সারিতে অবস্থান করেছিল। এরপর তিনি নিজেকে উড়িয়ে দেন।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা বলেন, এটি আত্মঘাতী বিস্ফোরণ ছিল। বিস্ফোরণের শব্দ এত বিকট ছিল যে অনেক দূর থেকে শব্দ শোনা গেছে।

হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম খান বার্তা সংস্থা রয়টার্সকে বিস্ফোরণে আহত ১৫০ জনের তথ্য নিশ্চিত করেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

পেশোয়ার পুলিশপ্রধান মুহাম্মদ ইজাজ খান এজেন্সি প্রান্স প্রেসকে বলেন, বিস্ফোরণে মসজিদটির কিছু অংশ ধসে পড়ে অনেকে আটকা পড়েছে। জোহরের নামাজের সময় বেলা ১টা ৪০ মিনিট নাগাদ এ বিস্ফোরণ ঘটে। এ সময় ওখানে কমপক্ষে আড়াই শ মানুষ নামাজ আদায় করছিলেন।

হামলার ঘটনার কড়া নিন্দা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি আত্মঘাতী হামলাকে ‘নিকৃষ্ট’ উল্লেখ করেন।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com