মসজিদে মুসলিমদের মোদির প্রশংসা

মসজিদে মুসলিমদের মোদির প্রশংসা

পাথেয় ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় জনতা পার্টি যতই বিভিন্ন আঙিকে মুসলমানদের পায়ে পা দিয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করুক না কেন সামনের নির্বাচনকে কেন্দ্র করে তিনি ঠিকই সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গ ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। ভারতে ২০১৯ সালে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে মুসলিমদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার বিষয়টি এখন পরিষ্কার। জুমার আগে বক্তব্যে নরেন্দ্র মোদি শিয়া মুসলিমদের অংশ দাউদি বোহরাদের ওই অনুষ্ঠানে তাদের ঢালাওভাবে প্রশংসাও করেন।

আগামী ২১ সেপ্টেম্বর মহরম। তার আগে টানা ১০ দিন ধরে চলছে অনুষ্ঠানের আয়োজন।

ইন্দোরে দাউদি বোহরাদের অনুষ্ঠান উপলক্ষে সাইফি মসজিদে একটি অনুষ্ঠানে শুক্রবার উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী।

লোকসভা নির্বাচনের আগে দেশের সংখ্যালঘু সমাজে বিজেপির ইমেজ উদ্ধারে এই পদক্ষেপ বড় ঘটনা বলে মনে করছে রাজনৈতিক মহল।

ওই অনুষ্ঠানে বোহরাদের ধর্মীয় গুরু সৈয়দেনা মুফাদ্দাল সাইফুদ্দিননের পাশে বসে দেশগঠনে বোহরাদের ভূমিকার কথা স্মরণ করেন মোদি।

তিনি বলেন, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন ইমাম হোসেন। তার আদর্শ আজও গুরুত্বপূর্ণ। ভরতের মতো দেশে আমরা সবাই একসঙ্গে রয়েছি। এটাই ভারতের বিশেষত্ব।

বোহরাদের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী বলেন, গুজরাটের এমন কোনো গ্রাম নেই যেখানে বোহরা ব্যবসায়ীরা নেই। গোটা দেশেই ব্যবসা ও শিক্ষাক্ষেত্রে ছড়িয়ে রয়েছে বোহরারা। দেশের শান্তি, সৌহার্দ্য, উন্নয়নের জন্য বোহরাদের ভূমিকা অনস্বীকার্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *