পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মসজিদ রক্ষণাবেক্ষণ ও সংস্কার তহবিলে বরাদ্দ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন ভারতের তামিলনাডু রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। চলতি বছর রাজ্যের বিভিন্ন মসজিদ সংস্কারে ভর্তুকি বাবদ মেজর রিপেয়ারমেন্ট গ্র্যান্ট (এমআরজি) খাতে বরাদ্দ বাড়িয়ে ১০ কোটি রুপিতে উন্নীত করা হয়েছে বলে তিনি জানান।
পূর্ববর্তী এআইএডিএমকে-দলীয় সরকারের আমলে এমআরজি খাতে বরাদ্দ ছিল বছরে ৫ কোটি রুপি। গত বছর স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে-কংগ্রেস জোট রাজ্যে ক্ষমতায় আসার পর বরাদ্দ বাড়িয়ে ৬ কোটি রুপিতে উন্নীত করা হয়। এবার সেখান থেকে আরও বেড়ে ১০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা এলো।
তামিলনাপুর পাপাসনম আসনের এমপি ও মনিত্থানিয়া মাক্কাল কাটচি (এমএমকে) দলের নেতা এম.এইচ. জাওয়াহিরুল্লাহ মসজিদ সংস্কারের বরাদ্দ বৃদ্ধির দাবি ওঠানোর পর রাজ্য সরকারের তরফ থেকে এ ঘোষণা দেওয়া হলো।
এমআরজি বরাদ্দ বৃদ্ধির কথা জানিয়ে মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলেছেন, রাজ্যে সাম্প্রদায়িকতার বীজ ছড়ানো হচ্ছে। তবে ডিএমকে সরকার কোনোভাবেই তামিলনাডুতে সাম্প্রদায়িক, বর্ণবাদী ও চরমপন্থী শক্তিগুলোকে বাড়তে দেবে না। তামিলনাডু সবসময় সহিংসতা মুক্ত থাকবে।
তিনি বলেন, বর্তমান রাজ্য সরকারকে যুক্তিবাদী ও ধর্মবিরোধী অভিহিত করে একটি পক্ষ গুজব ছড়াচ্ছে। সরকার বিভিন্ন মন্দিরের যথাযথ রক্ষণাবেক্ষণ করছে না বলে অভিযোগ তোলা হচ্ছে। আমি স্পষ্ট বলতে চাই, আমাদের সরকার কোনো ধর্মের বিরুদ্ধে নয়। আমরা কেবল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।
তিনি আরও বলেন, যারা ধর্মে বিশ্বাস করে, তামিলনাডু সরকার তাদের বিরুদ্ধে নয়। তবে যারা মানুষের ধর্মবিশ্বাসকে নিজেদের স্বার্থে কাজে লাগাতে চায়, আমরা তাদের বিরুদ্ধে।
ডিএমকে প্রধান বলেন, আমরা সবাইকে অবাধ ধর্মচর্চার সুযোগ দিতে চাই। ধর্মীয় প্রতিষ্ঠানের স্বার্থরক্ষায় আমরা আপস করি না। এক বছর আগে ক্ষমতাগ্রহণের পর থেকে গত ৩১ অক্টোবর পর্যন্ত আমরা বিভিন্ন মন্দির ও ওয়াকফ প্রতিষ্ঠানের মোট ৩ হাজার ১৫০ একর ভূমি অবৈধ দখলমুক্ত করেছি, যার মূল্য ৩ হাজার ৬৫৭ কোটি ৪৮ লাখ টাকা।