মহিউদ্দিন আকবর-এর কবিতা কতোই উদার
হে মালিকু! জীবন-মরণ তোমার দয়ার দান
মুত্তাকী রুহ্- কিনছো দিয়ে জান্নাতী ইনাম,
মুক্ত বিবেক, স্বাধীনতা, অঢেল খানাদানা
ইচ্ছে মতো উড়তে দিছো মন-পবনের ডানা!
দাওনি বাধা নাস্তিকতা কিংবা হারাম কাজে
সেই সুবাদে মদ-ব্যাভিচার চালাচ্ছি নির্লাজে
খুন গুম লুট ব্যাংক ডাকাতি দুর্নীতিতে সিদ্ধ
বুকের মাঝে জাহান্নামের হয় না যে ভয় বিদ্ধ!
উড়ে বেড়াই ঘুরে বেড়াই মিথ্যাচারের কুঁড়ে
‘দূরের বাদন’ শুনলে ওঠে ক্ষিপ্ত মেজাজ পুড়ে
হাল যামানায় কত কারুন-হামান-ফেরাউনে
দ্বীনের ঘাড়ে খাঁমচি মারে স্বৈরী-কেরাউনে!!
সারা বিশ্বে মুসলমানের বইছে খুনের স্রোত
দজ্জাল-ইযুযমাজুজ তাতে লাভ করছে ‘গ্রোথ’!
পেট্টা-ইসাবেলা নাচে রাজনীতি ময়দানে-
ওদের নাকি মন্ত্রদাতা ‘হা.শা.রা’ শয়তানে।
সব দেখেও হে ‘জিল-জালাল’ শান্ত সাবলীল
ও দয়াময়! কতোই উদার তোমার মহান দীল!