৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শাইখুল হিন্দ ও মাওলানা ইয়াকুব নানুতুবী রহ.এর শাগরিদ, আল্লামা রাসূল খান হাজারাভী (রহ.)-এর ছাত্র মাওলানা নুরুদ্দীন লাহোরীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি বলেন, মাওলানা নুরুদ্দীন লাহোরী কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসায় আমার শৈশবের সহপাঠী ছিলেন। খুবই ইলমি মানুষ ছিলেন তিনি। আমার সাথে তার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। পবিত্র রমজানের ২৫ তারিখ রাতে আচমকা তাঁর মৃত্যুতে আমি ব্যথিত।
সোমবার (১৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ শাইখুল হিন্দ রহ.এর শাগরিদ মাওলানা নুরুদ্দীন লাহোরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তাআলার দরবারে দুআ করি, আল্লাহ তাআলা তাঁর সকল দীনী খেদমতকে কবুল করুন এবং মাগফিরাতের সাথে তাঁকে জান্নাত নসিব করুন।
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাআলা তাঁর সন্তান-সন্তুতি, পরিবারবর্গ, ছাত্র-শাগরেদ, ভক্ত-অনুরক্তদের শোক সইবার ও ধৈর্যধারণের তাওফিক দান করুন।
উল্লেখ, মাওলানা নুরুদ্দীন লাহোরী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত পীড়ায় ভুগছিলেন। সোমবার (১৭ এপ্রিল) রাত ১টায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করে মহান প্রভুর ডাকে সাড়া দিয়েছেন। মৃত্যুর আগে তিনি চার ছেলে, তিন মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাওলানা নুরুদ্দীন লাহোরীর জামাতা মুফতী ফয়জুল্লাহ আমান কাসেমী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ এপ্রিল) বাদ জোহর চকবাজার শাহী মসজিদে জানাজা শেষে আজিমপুর গোরস্থানে মাওলানা আবদুল ওয়াহহাব পীরজী (রহ.)-এর কবরের পাশে মাওলানা নুরুদ্দীন লাহোরীকে দাফন করা হবে।