পাথেয় রিপোর্ট ● সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দিল্লি তাবলিগের মারকাজ নিজামুদ্দিনের মুরুব্বি মাওলানা সাদ কান্ধলবী শেষতক টঙ্গীর বিশ্ব ইজতেমায় আসা নিশ্চিত হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১০ জানুয়ারি) মাওলানা সাদ কান্ধলভি এবং নিজামুদ্দিনের একটি জামাত বাংলাদেশের উদ্দেশে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের ফ্লাইটে যাত্রা শুরু করবেন বলে কাকরাইলের একাধিক মুরুব্বি নিশ্চিত করেছেন।
মাওলানা সাদ ও নিজামুদ্দিনের জামাতের সদস্যদের বাংলাদেশ সরকার বিশেষ কূটনৈতিক ভিসা দিয়েছে। তারা এরইমধ্যে বাংলাদেশগামী বিমানের টিকিটও বুকিং দিয়েছেন বলে জানিয়েছে একটি সূত্র।