পাথেয় রিপোর্ট : মাগুরা মহম্মদপুর উপজেলার বালিদিয়া বাজার এলাকায় আওয়ামী লীগের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের নির্বাচনী অফিসের সামনে একটি নৌকা প্রতীকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান- গভীর রাতে কে বা কারা একটি কালো মাইক্রোবাস যোগে নির্বাচনী অফিসের সামনে এসে নৌকা প্রতীকে আগুন দিয়ে দ্রুত সটকে পড়ে। সঙ্গে সঙ্গে বাঁশের চটা দিয়ে তৈরি একটি প্রতীকী নৌকা ও আশপাশের কাপড় পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মহম্মদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় সহিংসতা ঠেকাতে ওই এলাকায় পুলিশ মোতায়োন করা হয়েছে।
এদিকে মেহেরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৮ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদের মধ্যে সদর থানা ১৪ জন ও গাংনী থানা চার জনকে আটক করেছে।