৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাগুরার শ্রীপুরে আখখেতে আগাছা পরিষ্কার করতে গিয়ে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ মে) বিকেলে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের চর চৌগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার মিজান (৬৭), শাহাদাৎ হোসেন (৬৫) ও মোহাম্মদ আলী (৫০)।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, আজ বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে তিন কৃষক চর চৌগাছি গ্রামের একটি আখখেতে আগাছা পরিষ্কার করছিলেন। বিকেল পৌনে ৪টার দিকে বজ্রপাতে শাহাদাৎ হোসেন ঘটনাস্থলেই মারা যান। আর মিজান ও মোহাম্মদ আলীকে দাড়িয়াপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়ে যাওয়ার পর তাদের মৃত্যু হয়।
নিহতের সুরতহাল শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।