১৫ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ , ১৬ই মহর্রম, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাঙ্কিপক্স সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
সোমবার গভর্নর গ্যাভিন নিউজম এ ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রের অন্যতম জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়ায় সোমবার পর্যন্ত ৮২৭ জনের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত করা হয়েছে।
গত ২০ মে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছিলেন।
বিশেষজ্ঞদের মতে, এটি এক বিশেষ ধরনের বসন্ত। জলবসন্ত বা গুটিবসন্তের প্রতিকার থাকলেও এই ভাইরাস এতই বিরল যে, এখনো পর্যন্ত এর নির্দিষ্ট কোনো চিকিৎসাপদ্ধতি জানা নেই চিকিৎসকদের।
মূলত পশ্চিম ও মধ্য আফ্রিকার কিছু দেশে এই ভাইরাসের খোঁজ মেলে। তবে নাম ‘মাঙ্কিপক্স’ হলেও একাধিক বন্যপ্রাণির মাধ্যমে ছড়াতে পারে এই ভাইরাস। এই ভাইরাস সবচেয়ে বেশি ছড়ায় ইঁদুরের মাধ্যমে।