মাত্র আড়াই মাসে হাফেজা হলেন চার শিশু-কিশোরী

মাত্র আড়াই মাসে হাফেজা হলেন চার শিশু-কিশোরী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুমিল্লার দেবিদ্বারে মাত্র আড়াই মাসে পুরো কোরআন শরীফ মুখস্থ করেছেন চার শিশু-কিশোরী। এ ঘটনায় আলোড়ন ছড়িয়েছে জেলাজুড়ে। বুধবার (২১ ডিসেম্বর) এ চারজনের কোরআন হেফজ শেষ হয়েছে।

কুমিল্লার দেবিদ্বার জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদরাসার শিক্ষার্থী এ চারজন।

তারা হলেন, দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকার আবু তাহেরের মেয়ে হালিমা আক্তার (১২), ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে সাদিয়া আক্তার (১১), একই উপজেলার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের ইদন মিয়ার মেয়ে ইসরাত জাহান স্বর্ণা (৯) এবং দেবিদ্বার উপজেলার হেতিমপুর গ্রামের লিটন মিয়ার মেয়ে ইফরাত আক্তার (৯)।

মাদরাসার সূত্রে জানা যায়, দেড় বছর আগে জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদরাসায় ভর্তি হয় তারা। প্রাথমিক শিক্ষা শেষ করে চলতি বছরের ২ অক্টোবর হেফজ বিভাগের শিক্ষিকা (হাফেজা) মাকসুদা আক্তার এর তত্বাবধানে কোরআন শরীফ হেফজ শুরু করেন। তারা চারজন খুবই মেধাবী।

মাত্র ৭৮ দিনে পুরো কোরআন শরীফ মুখস্থ করেন তারা। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে তাদের একবার বুঝিয়ে দেওয়া পড়া আরেকবার বুঝাতে হয় না। যার কারণে স্বল্প সময়ের মধ্যে তারা কোরআনে হাফেজা হতে পেরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *