১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলতি বছর মাথাপিছু আয় ডলারে কমেছে, তবে টাকায় বেড়েছে বলেছেন জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার (১১ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। এ সময় পরিকল্পনামন্ত্রী প্রতিমন্ত্রী ড. শামসুল আলম উপস্থিত ছিলেন।
মাথাপিছু আয় সম্পর্কে পরিকল্পনামন্ত্রী বলেন, ডলারের হিসাবে এর পরিমাণ ২৮০০ ডলারের কম। এদিকে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক শূন্য ৩।
তিনি বলেন, ‘মাথাপিছু আয় টাকায় বেড়েছে, ডলারে কমেছে। আমরা টাকার মানুষ টাকায় বেড়েছে। এজন্য আমরা খুশি।’
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল ইসলাম জানান, বর্তমানে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক শূন্য ৩। মাথাপিছু আয় এবার কিছুটা কমবে। ডলারের মূল্য বৃদ্ধির কারণে এটি কমেছে। এটি ২৮০০ ডলারের কম। সঠিক ফিগার এই মুহূর্তে বলতে পারছি না। প্রতিমন্ত্রী জানান, ৬ মাসের তথ্যের ভিত্তিতে জিডিপি প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। এটি পরিবর্তন হতে পারে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, জিডিপি ও মাথাপিছু আয়ের পূর্ণাঙ্গ তথ্য শিগগিরই জানিয়ে দেওয়া হবে, যা এখন প্রধানমন্ত্রীর কাছে আছে, তিনি দেখে দেবেন। তারপর আমরা জানিয়ে দেবো।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা।