পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাদক বিক্রি ও সেবনের অপরাধে রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল রবিবার (৩ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ সোমবার (৪ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১ টি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, তাদের কাছ থেকে ১৪ হাজার ৫১ পিস ইয়াবা, ২৯৬ গ্রাম ৭৩ পুরিয়া হেরোইন, ২০টি ইনজেকশন ও ৩৬ কেজি ৯৪৫ গ্রাম ৫৫ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।