মাদক মামলায় কোনো সহানুভূতি নয়: হাইকোর্ট

মাদক মামলায় কোনো সহানুভূতি নয়: হাইকোর্ট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: হাইকোর্ট বলেছেন, মাদক মামলায় কোনো সহানুভূতি নয়, তাতে যতদিন জেলে থাকুক না কেন। দেশ থেকে মাদক নির্মূল করতে হবে। আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চ একথা বলেন।

আদালত মাদকের বিষয়ে জিরো টলারেন্সের কথাও বলেন। এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক উপস্থিত ছিলেন। তিনি আদেশের এসব বিষয় নিশ্চিত করেন।

এর আগে শতাধিক মাদক মামলায় জামিন আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আদালত। সেইসঙ্গে অন্তত অর্ধশতাধিক মাদক মামলায় জামিন আবেদন আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে কার্যতালিকা থেকে বাদ দেন। যার মধ্যে অধিকাংশ হেরোইন ও কয়েকটি ইয়াবার মামলা ছিল।

জানা গেছে, হেরোইন মামলায় ২৫ গ্রামের উর্ধ্বে হলে আইনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *