১৯শে মে, ২০২২ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক স্কুলছাত্রের (১৬) এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জল হোসেন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত কিশোর চয়ড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
মাদরাসার সুপার মো. ছোরমান আলী বলেন, তার মাদরাসার এক ছাত্রীকে কায়েকদিন ধরে আনিছুর রহমান নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। এক পর্যায়ে বুধবার বিকেলে স্থানীয় লোকজন আনিছুর রহমানকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার কারাদণ্ড দেন।
ইউএনও মো. উজ্জল হোসেন বলেন, স্থানীরা ছেলেটিকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় তার এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।