মাদরাসা শিক্ষার্থীদের ভোটার হওয়ার আহ্বান মাওলানা সিদ্দীকুল্লাহর

মাদরাসা শিক্ষার্থীদের ভোটার হওয়ার আহ্বান মাওলানা সিদ্দীকুল্লাহর

পাথেয় টোয়েন্টি ফোরডটকম : ভোটার হওয়ার ক্ষেত্রে সচেতনতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা ও পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়ার সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আপনাদের নিজ মাদ্রাসার যে সমস্ত ছাত্রদের ১৮ বছর বয়স হয়ে গিয়েছে, তাদের ভোটার কার্ড হয়েছে কি না, সে ব্যাপারে দায়িত্ব সহকারে তাদের বাড়িতে খোঁজ খবর নিয়ে মাদ্রাসা থেকে সেই সমস্ত ছাত্রদের ছুটি দিয়ে ভোটার কার্ড করানোর জন্য সহযোগিতা করুন।

প্রসঙ্গত, প্রতি বছরের ন্যায় সরকারের তরফ থেকে এ বছরও নতুন ভোটার কার্ড বানানো এবং পুরানো ভোটার কার্ডের সংশোধনের কাজ শুরু হয়েছে। এই কাজ চলবে সেপ্টেম্বর মাসের শুরু থেকে অক্টোবর মাসের শেষ অবধি।

মাদরাসার শিক্ষার্থীরা সাধারণত আবাসিক থেকে পড়াশোনার করার কারণে কোনো কারণ ছাড়াই বাদ পড়ে যায় এসব শিক্ষার্থী। মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী যাতে কেউ ভোটার আইডি থেকে বাদ না যায় এ কারণে রাজ্যের বিশেষত মাদরাসার শিক্ষার্থী ও উস্তাদদের প্রতি আহ্বান জানিয়েছেন।


তথ্য সংগ্রহ : আবদুল্লাহ শাকির
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *