মানবাধিকার লঙ্ঘন : রাশিয়া, ইরান, মিয়ানমারের ওপর কানাডার নিষেধাজ্ঞা

মানবাধিকার লঙ্ঘন : রাশিয়া, ইরান, মিয়ানমারের ওপর কানাডার নিষেধাজ্ঞা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাশিয়া, ইরান ও মিয়ানমার সরকারের মানবাধিকার লঙ্ঘনের দায়ে দেশ তিনটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা। শুক্রবার এই নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নতুন এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার ৩৩ জন সাবেক ও বর্তমান কর্মকর্তা এবং ছয় প্রতিষ্ঠান রয়েছে। রুশ নাগরিকদের বিরুদ্ধে পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর রাশিয়া, ইউক্রেন ও বেলারুশের দেড় সহস্রাধিক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা।

ইরানের ২২ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা। এদের মধ্যে দেশটির বিচার বিভাগ, কারা ব্যবস্থা ও আইন-শৃঙ্খলাবাহিনী সদস্যসহ রাজনৈতিক নেতা ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সহকারী এবং রাষ্ট্রীয় পরিচালিত সংবাদমাধ্যমে কর্মরতরা রয়েছেন।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেন, আরও অনেক কাজ বাকি রয়েছে। কিন্তু মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়া কখনও থামাবে কানাডা।

ইরান ও রাশিয়ার পাশাপাশি মিয়ানমারের ১২ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা।

গত বছর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। মানবাধিকার কর্মীদের অভিযোগ, জান্তা নিয়মিত মৃত্যুদণ্ডকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *