২২শে মে, ২০২২ খ্রিস্টাব্দ , ৮ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মানিকগঞ্জের সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে মূলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিউ ভিলেজ লাইনের একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইল থেকে ঢাকার গাবতলী যাচ্ছিল। পথে ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই বাসযাত্রী নিহত হন। এছাড়া আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন-হাফিজুর রহমান ও তার মা হাসেমা বেগম। তাদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে।
আহতদের মধ্যে ১২ জনকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।