‘মানুষের ভালোবাসায় ফিরে এসেছি’

‘মানুষের ভালোবাসায় ফিরে এসেছি’

রঙ প্রতিবেদক ● তারিক আনাম খান। দেশের প্রখ্যাত এই অভিনেতা মাঝে অনেকদিন অসুস্থ ছিলেন। সুস্থ হবার পর মাসখানিক বিশ্রামে থাকতে হয়েছে তাকে। এরপর আবারো ফিরেছেন কাজে। আর ফিরেই নতুন একটি একটি চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছেন।

ছবির নাম ‘রং ঢং-স্বপ্ন ও শয়তানের গল্প’। এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আহসান সারোয়ার।

তারিক আনাম খান বলেন, ‘মানুষের ভালোবাসায় ফিরে এসেছি। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। এমন অসুস্থতা থেকে আমাকে ফিরিয়ে এনেছেন। নতুন একটি চলচ্চিত্রের শুটিং শুরু করলাম। এ ছবিতে আমার চরিত্রের নাম আকরাম খান। ছবিতে একজন চলচ্চিত্র প্রযোজকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে আমাকে।’

এই ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সেরা জামান, আরমান পারভেজ মুরাদ, লুত্ফর রহমান জর্জ, স্বাধীন খসরু, জামিল, এজাজুল ইসলাম, ফারুক আহমেদ প্রমুখ।

দেশের বর্তমান চলচ্চিত্র নিয়ে তারিক আনাম খান আরো বলেন, ‘আমদের চলচ্চিত্রের অবস্থা এখন অনেক উন্নত।

গতানুগতিক ধারার গল্প থেকে বেরিয়ে এখন অনেক ধরনের গল্প নিয়ে কাজ করছেন। নতুনরা যারা আসছে তারাও বেশ মেধাবী। কিন্তু তাদের এখন যা প্রয়োজন তা হচ্ছে লক্ষ্যটা ঠিক করা। হঠাৎ করে জ্বলে আবার নিভে গেলে চলবে না।’

patheo24/আবা/এমআর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *