মারা গেছেন হেনরি কিসিঞ্জার

মারা গেছেন হেনরি কিসিঞ্জার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে তিনি ছিলেন সবচেয়ে প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী ও স্নায়ুযুদ্ধের অন্যতম রূপকার তিনি।

জার্মান কনসাল্টিং ফার্ম কিসিঞ্জার অ্যাসোসিয়েট এক বিবৃততে বলেছে, কানেকটিকাটে নিজ বাসভবনে মারা গেছেন তিনি।

জার্মানির এক ইহুদি পরিবারে ১৯২৩ সালের ২৭ মে জন্মগ্রহণ করেন কিসিঞ্জার। তার পরিবার পরে যুক্তরাষ্ট্র গমন করে। নিউ ইয়র্ক শহরে তিনি বেড়ে ওঠেন।

যুক্তরাষ্ট্রে নিক্সন ও ফোর্ড প্রশাসনের তিনি শীর্ষ কূটনৈতিক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধসহ আন্তর্জাতিক রাজনীতিতে বিভিন্ন ধ্বংসাত্মক সিদ্ধান্ত নেয়ায় তিনি অত্যন্ত সমালোচিত ছিলেন।

তার মৃত্যুর কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানায়নি কিসিঞ্জার অ্যাসোসিয়েট।

 

/জেএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *