মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইসমাইল সাবরি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইসমাইল সাবরি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মালয়েশিয়াতে সরকার গঠন করার পথে আরও একধাপ এগিয়ে গেলেন দেশটির সাবেক উপ-প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। বৃহস্পতিবার (১৯ আগস্ট) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) তার জোট সর্বসম্মতিক্রমে তারই সাবেক ডেপুটিকে সরকার গঠনের জন্য সমর্থন জানিয়েছে।

৬১ বছরের এই রাজনীতিক ২২২ আসনের পার্লামেন্টের ১১৪ জনের সমর্থন পেয়েছেন। শুক্রবার দেশটির সাংবিধানিক রাজা নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন। এরপরই নতুন সরকার গঠনের ঘোষণা দেওয়া হতে পারে।

সাবরি সরকার গঠন করলে তিন বছর পর ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন ক্ষমতায় ফিরবে। দুর্নীতির অভিযোগের মুখে তিন বছর আগে সাধারণ নির্বাচনে হেরেছিল দলটি। সূত্র: রয়টার্স

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *