মাশরাফি এক জীবন্ত কিংবদন্তী

মাশরাফি এক জীবন্ত কিংবদন্তী

পাথেয় রিপোর্ট : মাশরাফি বিন মর্তুজা এক জীবন্ত কিংবদন্তী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তিনি বলেন, মাশরাফিকে প্রধানমন্ত্রী শুধু আমাদের দলের সম্পদ নয়, দেশের সম্পদ বলে আখ্যায়িত করেছেন। আপনাদের দায়িত্ব রয়েছে মাশরাফিকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করা।

নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে এক সভায় তিনি এসব কথা বলেন। মাশরাফি বিন মর্তুজা অসুস্থতার জন্য নড়াইলে আসতে পারছে না জানিয়ে এসময় তিনি আরো বলেন, উপস্থিত মাশরাফির চেয়ে যেন অনুপস্থিত মাশরাফি বেশি শক্তিশালী হয়। সকলে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করে জননেত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রবিউল ইসলাম, স্থানীয় কাউন্সিলর শরফুল আলম লিটু, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ আশরাফুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধনসহ দলীয় নেতৃবৃন্দ এ উপস্থিত ছিলেন।

এদিকে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে হিরার টুকরা উল্লেখ করে তার জন্য ভোট চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নড়াইলের লোহাগড়ায় নির্বাচনী জনসভায় ভিডিও কনফারেন্সে মাশরাফির জন্য ভোট চান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, মাশরাফি হিরার টুকরা, সোনার ছেলে, ক্রিকেট খেলোয়াড়। তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে আমরা হারিয়েছি। আপনারা মাশরাফিকে ভোট দিবেন। মাশরাফি তার পায়ের ব্যাথার জন্য নড়াইলে যেতে পারেনি। তাকে আমার কাছে রেখেছি।

শেখ হাসিনা বলেন, এর আগে নড়াইলের দুটি আসন থেকে আমি নির্বাচন করেছিলাম। এবার নড়াইল-১ আসনে বিএম কবিরুল হক মুক্তিকে ও নড়াইল-২ আসনে মাশরাফিকে দিয়ে নির্বাচন করাচ্ছি। আপনারা উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিবেন। নড়াইল দুইটি সিটই আমাকে উপহার দিবেন।

তিনি আরও বলেন, যারা মনোনয়ন পাননি তারাও নৌকাকে বিজয়ী করার জন্য কাজ করবেন। ভিডিও কনফারেন্সে মাশরাফি বলেন, আমাকে নৌকা মার্কায় মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর সম্মান ও সমবেদনা প্রদর্শন করি। আমার পায়ের ব্যাথার জন্য নড়াইলে আসতে দেরি হচ্ছে। আমি অচিরেই এসে সকলের সঙ্গে যোগাযোগ করে নৌকায় ভোট চাইবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *