২৮শে মে, ২০২২ খ্রিস্টাব্দ , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
সা ঈ দ মা হ মু দ
বিস্মিত হয়ে এক বক্তার ওয়াজ শুনলাম, তিনি ইশারা ইঙ্গিতে আওয়ামী লীগকে ইচ্ছামতো বেফাঁস ধোলাই করছেন। পরে আওয়ামী লীগের প্রতিরোধের শিকার হয়ে অপমাণিত হয়েছেন। যে হারে আওয়ামীলীগকে ধোলাই করেছেন, সে হারে জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস বা আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ- চরমোনাই , জামায়াতে ইসলামী ইত্যাদি ঘরানার কাউকে ধোলাই করলে কেউ সহ্য করতে পারবে না।
মারামারি খুনাখুনি শুরু হবে। কেন অন্যের বেলায় এটা বুঝি না। শুধু নিজেরটা বুঝি।
রাজাগঞ্জে উস্তাদে মুহতারাম হাফেজ হারুন সাহেবের ওয়াজের মঞ্চ কারা ভেঙেছিল? কেন ভেঙে ছিল? তাদেরকে কি ইসলাম বিদ্বেষী নাস্তিক বলবেন? আওয়ামী লীগের যে হারে সমালোচনা হয়, তাদের এ হারে সমালোচনা হয় না কেন?
আমি যতটুকু বুঝতে পেরেছি, একটা চক্র ওয়াজ মাহফিলে সরকারবিরোধী উস্কানি দিয়ে, সরকারকে ওয়াজের বিরুদ্ধে অবস্থান নিতে সুরসুরি দিচ্ছে। ধর্মীয় সভা বন্ধে উৎসাহিত করতে করছে। ফাঁদ ফেলছে।
যাতে আলেমরা সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে সরকারবিরোধী আন্দোলনে নামে, আর তারা রাজনৈতিক ফায়দা লুটে নিতে পারে। আওয়ামী লীগ নয় এই বক্তাচক্রই ওয়াজ মাহফিল বন্ধের কারণ মনে করি।
লেখক : মাদরাসা শিক্ষক