মিছিলে মশাল ব্যবহারে পুলিশের নিষেধাজ্ঞা

মিছিলে মশাল ব্যবহারে পুলিশের নিষেধাজ্ঞা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিছিলসহ সব কর্মসূচিতে মশাল ব্যবহার করতে নিষেধ করেছে পুলিশ সদরদপ্তর। সোমবার রাতে এক বার্তায় সদরদপ্তরের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

বার্তায় পুলিশ সদরদপ্তর জানায়, ‘জননিরাপত্তার স্বার্থে বিজয় র‌্যালি, শোভাযাত্রা বা রাজনৈতিক কর্মসূচিতে কোনো প্রকার মশাল ব্যবহার না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে।’

আজ থেকে শুরু হয়েছে দ্বাদশ নির্বাচনের নির্বাচনী প্রচারণা। আজ বিকেল থেকেই রাজধানী ঢাকাসহ সারা দেশের প্রার্থীরা প্রচার প্রচারণার শুরু করেছেন। বিভিন্ন স্থানে প্রার্থীদের সমর্থনে মিছিলও হয়েছে।

অন্যদিকে আগামীকাল ঢাকায় বিজয় র‌্যালি করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ র‌্যালি এবং নির্বাচনী প্রচারণা কিংবা যেকোনো ধরনের মিছিলে মশাল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।

সংশ্লিষ্টরা বলছেন, এসব মিছিল থেকে মশালের মাধ্যমে নাশকতা যাতে না হয় সেজন্য এ পদক্ষেপ নিয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *