মিয়ানমারের এলাকা ছাড়ার আহবান

মিয়ানমারের এলাকা ছাড়ার আহবান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীন সীমান্তবর্তী মিয়ানমারের উত্তরাঞ্চলীয় একটি জেলা থেকে নাগরিকদের সরে যেতে বলেছে দেশটিতে নিযুক্ত চীনা দূতাবাস। জান্তা বাহিনীর সঙ্গে জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীর চলমান সংঘাতে উচ্চ নিরাপত্তা ঝুঁকির কারণে গতকাল বৃহস্পতিবার এ আহবান জানানো হয়। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে চীনা দূতাবাস বলেছে, উত্তর মিয়ানমারের কোকাং অঞ্চলের লাউক্কাই জেলায় সংঘাত অব্যাহত রয়েছে এবং সেখানে আটকে পড়া লোকজনের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। চীনা নাগরিকদের অতিসত্বর লাউক্কাই জেলা থেকে সরে যাওয়ার আহবান জানানো হচ্ছে।

এমএনডিএএ সংশ্লিষ্ট গণমাধ্যম চলতি সপ্তাহে বলেছে, স্বায়ত্তশাসিত কোকাং অঞ্চলে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এ সময় লাউক্কাই শহরের কিছু অংশ গোলাবর্ষণের শিকার হয়। চলতি মাসের শুরুতে বেইজিং বলেছিল, মিয়ানমারের সামরিক বাহিনী ও জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর সঙ্গে আলোচনায় মধ্যস্থতা করেছে বেইজিং। দুই পক্ষ একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

সূত্র : এএফপি  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *