মিরপুরে জমিয়তুল উলামার তালীমী হালকার উদ্বোধন

মিরপুরে জমিয়তুল উলামার তালীমী হালকার উদ্বোধন

পাথেয় রিপোর্ট : ঈমানের স্বাদ অন্তরে সৃষ্টি করতে তালীমের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইকরা বাংলদেশের প্রিন্সিপাল ও বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা সদরুদ্দীন মাকনুন। তিনি বলেন, মানুষ যখন ঈমানের স্বাদ পায়, তখন একাগ্রচিত্তে ইবাদত করতে পারে, সঙ্গে সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর আদেশ-নিষেধ, হুকুম-আহকাম পালন করে থাকে।

২৭ মে রোববার বাদ আসর মিরপুর পল্লবী থানা শাখার তালীমী হালকার উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।

মাওলানা মাকনুন বলেন, আদব ও বিনয় আহলে হক-এর অন্যতম বৈশিষ্ট্য। আদব ও আযমতের ওপর দ্বীন প্রতিষ্ঠিত। আর তরবিয়্যাত ও সুহবত ব্যতীত মুহাক্কীক হওয়া যায় না। কিছু বাচন মুখস্ত করে নিজেকে চিন্তাবিদ গবেষক মনে করা নিতান্তই বাতুলতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লবী থানা শাখার আহ্বায়ক হাবিবুর রহমান, রাশেদ মোল্লাসহ বাংলাদেশ জমিয়তুল উলামার কর্মীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *