মিরপুরে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মিরপুরে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়। সিরিজে এখন ১-১ সমতায়। তিন ম্যাচে এই নিয়ে দ্বিতীয়বার টসে জিতলেন অধিনায়ক সাকিব।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছিল উইন্ডিজ। টাইগারদের ১২৯ রানে অল-আউট করে তারা ম্যাচ জিতেছিল ৮ উইকেটে; ৫৫ বল হাতে রেখে। মিরপুরে দ্বিতীয় ম্যাচে আবার জ্বলে ওঠে বাংলাদেশ। লিটন-সৌম্য-সাকিব-মাহমুদউল্লাহর দুর্দান্ত ব্যাটিং আর সাকিবের অসাধারণ ঘূর্ণিজাদুতে ৩৬ রানে কুপোকাত হয় উইন্ডিজ।

নিজেদের ক্রিকেট ইতিহাসে কখনই পূর্ণাঙ্গ সিরিজে তিন ফরম্যাটে সিরিজ জিততে পারেনি। টেস্ট-ওয়ানডে জিতলে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। কিংবা ওয়ানডে-টি-টোয়েন্টি জিতলে হারতে হয়েছে টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে টেস্ট এবং ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ জিতলেই প্রথমবারের মতো তিন ফরম্যাটে ‘ট্রেবল’ জিতবে টিম টাইগার।

মিরপুরের এই জয় স্বাভাবিকভাবেই উজ্জীবিত করেছে বাংলাদেশকে। ড্রেসিংরুমের পরিবেশও এখন দারুণ। ক্রিকেটাররা মানসিকভাবে চাঙ্গা। আরও আশার কথা হলো, সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি তরুণ লিটন-সৌম্য-মিরাজদের দুর্দান্ত ফর্ম। অন্যদিকে সিরিজ নিশ্চিত করতে ১১০ ভাগ উজার করে দেওয়ার ঘোষণা দিয়েছে দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন উইন্ডিজ। বিশ্বের সেরা এই টি-টোয়েন্টি দলকে হারাতে হলে টাইগারদেরকে ১২০ ভাগ উজার করে দিতে হবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন ম্যাচ একই একাদশ নিয়ে খেলে ফেলল বাংলাদেশ। সিরিজে একটি ম্যাচেও খেলা হলো না রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন ও নাজমুল ইসলাম অপুর। অন্যদিকে একাদশে একটি পরিবর্বতন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। বাদ পড়েছেন ড্যারেন ব্রাভো। অভিষেক হচ্ছে ২০ বছর বয়সী ব্যাটিং অল-রাউন্ডার শেরফান রাদারফোর্ডের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু হায়দার, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, শেই হোপ, শিমরন হেটমায়ার, শেরফান রাদারফোর্ড, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, কিমো পল, শেলডন কটরেল, ওশান টমাস।

এদিকে নিজেদের ক্রিকেট ইতিহাসে কখনই পূর্ণাঙ্গ সিরিজে তিন ফরম্যাটে সিরিজ জিততে পারেনি। টেস্ট-ওয়ানডে জিতলে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। কিংবা ওয়ানডে-টি-টোয়েন্টি জিতলে হারতে হয়েছে টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে টেস্ট এবং ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ জিতলেই প্রথমবারের মতো তিন ফরম্যাটে ‘ট্রেবল’ জিতবে টিম টাইগার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *