মিরপুরে ৫ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

মিরপুরে ৫ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

মিরপুরে ৫ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা মহানগর পুলিশের মিরপুর থানা পুলিশ দেশের পৃথক এলাকায় অভিযান চালিয়ে চোরাই ৫টি মোটরসাইকেল ‍উদ্ধার করেছে। এছাড়া এ চোরাই চক্রের সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- জসীম ওরফে সোহাগ (৩২), সাগর (২৫) ও শাহআলম (৪০)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিরুর রহমান জানান, গত ১৫ অক্টোবর সকাল পৌনে ৮টায় জসীমকে একটি চোরাই মোটসাইকেলসহ (লাল ফ্রেজার) মিরপুর-১০ নম্বর গোল চত্বর থেকে গ্রেফতার করা হয়।

তার দেয়া তথ্যমতে, ওইদিন বিকেল সাড়ে ৪টায় নোয়াখালীর চাটখিল থানা এলাকা থেকে একটি চোরাই (লাল পালসার) মোটরসাইকেলসহ সাগরকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, জসীম ঢাকার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে সাগরের নিকট বিক্রি করতেন।

ওসি মোস্তাজিরুর রহমান জানান, জসীম ও সাগরের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার (১৭ অক্টোবর) ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে ২ (দুটি) চোরাই (হিরো হোন্ডা হাঙ্ক ও সুজুকি ইয়ট) মোটরসাইকেলসহ শাহআলমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহআলমকে জিজ্ঞাসাবাদ করে মিরপুর মডেল থানাধীন একটি গ্যারেজ থেকে আরও একটি চোরাই (নীল রঙের জিক্সার) মোটরসাইকেল ‍উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *