পাথেয় টোয়েন্টিফোর ডটকম: বিএনপি ও জামায়াতের ডাকে তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথমদিন চট্টগ্রামের মিরসরাইয়ে মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (৮ নভেম্বর) ভোরে ৬টার দিকে উপজেলার পোলমোগরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর অনুসারীরা।
মিছিলে নেতৃত্ব দিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আলা উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আকবর সোহাগ।
এদিকে তৃতীয় দফা অবরোধের প্রথমদিন নিরুত্তাপ অবরোধ চলছে। তেমন যানবাহন চলাচল করছে না। সড়ক অনেকটা ফাঁকা। মাঝে মধ্যে দুএকটি পণ্যবোঝাই ট্রাক চলাচল করতে দেখা গেছে। দূরপাল্লার বাস চলাচল তো দূরের কথা লোকাল বাসও বন্ধ আছে। বাস না পেয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে মানুষ গন্তব্যস্থলে যাচ্ছেন।
মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীকে দেখা গেছে। ভোর থেকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়সহ বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছেন সরকারি দলের নেতাকর্মীরা।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, অবরোধে অপ্রীতিকর ঘটনা এড়াতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও বিজিবি দায়িত্ব পালন করে যাচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা টহলে রয়েছি।