৬ই মার্চ, ২০২১ ইং , ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪২ হিজরী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিয়ানমারে শীর্ষ কর্মকর্তার কনভয়ে হামলায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন পুলিশ ও নয় জন বেসামরিক লোক রয়েছেন। শনিবার দেশটির প্রতিরক্ষা পরিষেবার কমান্ডার ইন চিফের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে মিয়ানমার জাতীয় গণতান্ত্রিক জোট সেনাবাহিনী’র (এমএনডিএএ) ।
মিয়ানমারের স্বায়ত্তশাসিত কোকাং অঞ্চলের সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইউ খিন মং লুইং-র কনভয় শুক্রবার লাশিও থেকে লক্কাইয়ের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে এমএনডিএএ’র ২০ জন সদস্য অতর্কিতভাবে হামলা চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নয়জন সাধারণ নাগরিকসহ তিনজন পুলিশের।
এছাড়া হামলায় আরও আট জন বেসামরিক লোক এবং পাঁচ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদিকে দেশটিতে অভ্যুত্থানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো রবিবার দেশটির প্রধান শহর ইয়াঙ্গনে হাজার হাজার মানুষকে বিক্ষোভ অংশ নিতে দেখা গেছে।সিনহুয়া।