মিয়ানমারে ৮০ কর্মকর্তার পদত্যাগ

মিয়ানমারে ৮০ কর্মকর্তার পদত্যাগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গণতন্ত্রকামী প্রতিরোধযোদ্ধাদের হুমকির মুখে পদত্যাগ করেছেন মিয়ানমারে অন্তত ৮০ জন প্রশাসনিক কর্মকর্তা। দেশটির ম্যাগওয়ে অঞ্চলের নাটমাউক জনপদে জান্তা সরকারের নিয়োগ দেওয়া এসব কর্মকর্তা আর দায়িত্বপালন করবেন না বলে জানিয়ে দিয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম ইরাবতি মঙ্গলবার (৯ নভেম্বর) জানিয়েছে, গত ১ নভেম্বর ম্যাগওয়েভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী বেইকথানো পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) স্থানীয় প্রশাসকদের দুই সপ্তাহের মধ্যে পদত্যাগ করার আলটিমেটাম দিয়েছিল। নাহলে পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছিল তারা।

এর পরিপ্রেক্ষিতে গত শনিবার (৬ নভেম্বর) পর্যন্ত নাটমাউক জনপদের ৮০ জনের বেশি ওয়ার্ড ও গ্রাম প্রশাসক ইস্তফা দিয়েছেন। অনেকেই অনলাইনে পদত্যাগের ঘোষণা দিচ্ছেন। জীবন বিপণ্ন হওয়ার ভয়ে তারা এমনটি করেছেন।

নাটমাউকের কাঙ্গি ওয়ার্ডের এক বাসিন্দা বলেন, আমার মনে হয় তারা পিডিএফের হুমকির কারণে পদত্যাগ করেছেন। কারণ এটি তাদের কাছে জীবন-মরণ প্রশ্ন। তাছাড়া পদত্যাগের জন্য পরিবারের চাপও থাকতে পারে।

চলতি মাসের শুরুর দিকে নাটমাউকে হত্যার শিকার হয়েছেন জান্তা-নিযুক্ত এক ভিলেজ-ট্র্যাক্ট প্রশাসক এবং এক শিক্ষা কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *