পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিয়ানমার থেকে দুই লাখ টন আতপ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৭ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম বৈঠকে এই প্রস্তাবটির নীতিগত অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে এই চাল আমদানি করা হচ্ছে। আমদানিকৃতব্য প্রতি টন চালের দাম ধরা হয়েছে ৪৬৫ ডলার। বর্তমানে ডলারের দর ৯৫ টাকা হিসাবে প্রতি টনের দাম পড়ে ৪৪ হাজার ১৭৫ টাকা। এই হিসাবে এক কেজির দাম ৪৪ টাকা সাড়ে ১৭ পয়সা।
মিয়ানমার থেকে চাল কেনার সিদ্ধান্ত নিতে এই বৈঠকে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তবে বৈঠক শেষে কোনও ব্রিফিং করা হয়নি। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিকও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে সম্মত হননি।