মুক্তির দূত | কাজী সিকান্দার
নবী আমার হৃদয়ের প্রেম
ভালবাসি তাকে
নবী ছাড়া জগত কালো
গালি দাও কাকে?
সব গুণের সমষ্টি তিনি
দোষ ত্রুটির ঊর্ধ্বে
তুমি জঙ্গল দোষ ধর তাঁর
ভালোবাসা তুরদে।
এই পৃথিবীর জ্ঞানী-গুণীর
মাথা নত সামনে তাঁর
তিনি শ্রেষ্ঠ সব জগতের
তিনিই নেতা সবার।
নবীর পথেই শান্তি অনেক
চিনতে করোনা ভুল
তিনি হলেন মুক্তির দূত
মুহাম্মাদ রাসুল।
১০.৩২। ২৭ অক্টোবর ২০