মুজিববর্ষের বিশেষ অধিবেশনে যোগ দিবেন যারা

মুজিববর্ষের বিশেষ অধিবেশনে যোগ দিবেন যারা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ২২ মার্চ (রোববার) শুরু হবে। এদিন দুপুর ১টায় অধিবেশন বসবে।

মঙ্গলবার (০৩ মার্চ) রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন। এটি একাদশ জাতীয় সংসদের ৭ম অধিবেশন (২০২০ সালের দ্বিতীয় এবং মুজিববর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশন)।

জানা গেছে, এ বিশেষ অধিবেশনে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

মুজিববর্ষ উদযাপনের মূল অনুষ্ঠান হবে ১৭ মার্চ।

সূত্র জানায়, সংসদের বিশেষ অধিবেশনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, বঙ্গবন্ধুর নাতনি ব্রিটিশ লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ রেজওয়ান সিদ্দিক, ব্রিটিশ লেবার পার্টির সংসদ সদস্য রুশনারা আলী, ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লে থু হা, নেপালি কংগ্রেসের অর্জুন নরসিংহ কে সি, ইউনেস্কোর সাবেক মহাসচিব ইরিনা বোকোভাসহ বিশ্ববরেণ্য রাজনীতিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *