২৫শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৪শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পলিয়ার ওয়াহিদ
কাঁধহীন মানুষের দল
মহিষের মতো
কোথায় হারিয়ে যায়?
খুঁজতে বেরিয়ে আমি
রাতের করাতে পড়ি কাটা
মুণ্ডুকাটা হরিণের বনে
বাঘিনীর ছদ্মবেশে
এই যে কতটা কাল
পেরিয়ে গেলাম
সুবোধ গোলামে
তবু যোগ্য চাকরের
সু-অভাবে
আমাদের ভাগ্য নাকি
অলিখিত থেকে গেল
হাসি আর কৌতুকের
দিনে
আমাদের কেন বা সকাল
খুব প্রয়োজন?
কেউ এমন বিব্রত
প্রশ্ন করে আপনাকে?