২রা মার্চ, ২০২১ ইং , ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ , ১৭ই রজব, ১৪৪২ হিজরী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের মুম্বাইয়ে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ ও জামায়াত–উদ-দাওয়াহ নামের সন্ত্রাসী সংগঠনের প্রধান পাকিস্তানি জঙ্গিনেতা হাফিজ সাঈদের তিন সহযোগীকে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
শুক্রবার (২২ জানুয়ারি) সন্ত্রাসে অর্থায়ন মামলায় তাদের ছয়মাস করে কারদণ্ড দেন দেশটির সন্ত্রাসবিরোধী আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- হাফিজ সাঈদের ভগ্নিপতি হাফিজ আবদুর রেহমান মক্কি, সংগঠনের মুখপাত্র ইয়াহিয়া মুজাহিদ ও জাফর ইকবাল। খবর এনডিটিভির।
শুক্রবারের ওই দণ্ডের ফলে এখন মুজাহিদ ও ইকবালের সর্বোচ্চ কারাদণ্ড হলো যথাক্রমে সর্বমোট ৮০ ও ৫৬ বছর। পাঞ্জাব সরকারের সন্ত্রাস দমন বিভাগের (সিডিটি) দায়েরকৃত অন্য মামলাগুলোর রায়ের সঙ্গে এই রায়ও কার্যকর হবে।
আদালতের তরফ থেকে বলা হয়েছে, ২০১৯ সালের এফআইআর নং ৩২-এর মূলে জাফর ইকবাল, ইয়াহিয়া মুজাহিদ ও হাফিজ আবদুর রেহমান মক্কির বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে।
/এএ