পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুশফিকুর রহিম এবার যোগ দিলেন চিটাগং ভাইকিংসে। চিটাগাংয়ের পতাকা হাতে দেখা যাবে মুশফিককে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলার বিষয়ে আইকন খেলোয়াড় মুশফিকুর রহিম চূড়ান্ত করেছেন।
প্লেয়ার্স ড্রাফট শুরুর আগেই মুশফিকুর রহিমের দল চূড়ান্ত হওয়ায় তার নাম আর প্লেয়ার্স ড্রাফটে উঠার সুযোগ নেই। রোববার অনুষ্ঠিত হবে বিপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট।
অন্য সব আইকন খেলোয়াড়দের দল আগেই নিশ্চিত হয়ে গেলেও বাকি ছিলেন শুধু মুশফিকুর রহিম। গত আসরে মুশফিকুর রহিম রাজশাহী কিংসের আইকন খেলোয়াড় ছিলেন। কিন্তু এবার মুশফিককে ছেড়ে দিয়েছে রাজশাহী।
কারণ আইকন হিসাবে রাজশাহী দলে নিয়েছে মোস্তাফিজুর রহমানকে। একই সাথে দুজন আইকন খেলোয়াড় এক দলে খেলতে পারে না। তাই মোস্তাফিজুর রহমানকে রেখে মুশফিকুর রহিমকে রাজশাহী ছেড়ে দেয়।
সাতটি দলের অংশগ্রহণে আগামী জানুয়ারির শুরুর দিকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। সাত দলের জন্য মোট সাতজন খেলোয়াড়কে আইকন করা হয়েছে। এবার আইকন খেলোয়াড় তালিকায় দুইটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন সৌম্য সরকার ও সাব্বির রহমান। নতুন করে আইকন খেলোয়াড় তালিকায় যুক্ত হয়েছেন মোস্তাফিজুর রহমান ও লিটন দাস।
আইকনরা কে কোন দলে:
১. মাশরাফি বিন মুর্তজা-রংপুর রাইডার্স
২. সাকিব আল হাসান- ঢাকা ডায়নামাইটস
৩. মাহমুদউল্লাহ রিয়াদ- খুলনা টাইটান্স
৪. তামিম ইকবাল- কুমিল্লা ভিক্টোরিয়ান্স
৫. মুশফিকুর রহিম-চিটাগং ভাইকিংস
৬. মোস্তাফিজুর রহমান- রাজশাহী কিংস
৭. লিটন দাস- সিলেট সিক্সার্স
প্রসঙ্গত, ২০১২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটরস। রানার্সআপ হয় বরিশাল বার্নার্স। ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে চ্যাম্পিয়ন হয় আবার ঢাকা গ্ল্যাডিয়েটরস। ২০১৩ সালে রানার্সআপ হয় চিটাগং ভাইকিংস। ২০১৫ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। ২০১৫ সালে রানার্সআপ হয় বরিশাল বুলস। ২০১৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটরস। ২০১৬ সালে রানার্সআপ হয় রাজশাহী কিংস। ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। ২০১৭ সালে রানার্সআপ হয় ঢাকা ডায়নামাইটস।
এবার বিপিএল আসরে দেখা যাবে হয়তো ভিন্ন কিছু। অপেক্ষার পালা। মুশফিকুর রহিম বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন এবার। বোদ্ধারা তাই স্মরণ করিয়ে দিচ্ছেন।