পাথেয় রিপোর্ট : সহিংসতার নিশানা বানানোর আগে অপবাদ দেয়া হয় বলে অভিমত ব্যক্ত করেছেন ভারতের জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারী জেনারেল মাওলানা সাইয়্যেদ মাহমুদ মাদানী। তিনি বলেন, এসব অপবাদে জনগণের বিশ্বাস অর্জনে তাদের ব্রেন ওয়াশ করার অপচেষ্টা চালাতে থাকে দুর্বৃত্তরা। এই জাতী এমনই। সহিংসতার জখম আপাতচক্ষে শারীরিক হলেও তার সূচনা কিন্তু প্রোপাগান্ডা থেকেই হয়।
জমিয়তে উলামা হিন্দ বিহার আয়োজিত জমিয়তে উলামা হিন্দ বিহারের সভাপতি মাওলানা মুহাম্মদ কাসেমের সভাপতিত্বে তরবিয়তি ও আলোচনা সভায় জেনারেল সেক্রেটারী মাওলানা সাইয়্যেদ মাহমুদ মাদানী এসব কথা বলেন।
সভায় এ ছাড়াও উপস্থিত ছিলেন, কারী মুফতি সাইয়্যেদ আফফান মানসুরপুরী। তাঁরা উভয়েই সভায় উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫০০’র বেশী উলামায়ে কেরাম। বিভিন্ন মাদরাসা, মকতবের শিক্ষক ও মসজিদের ইমামগণ। জমিয়তের জেলা ও থানা পর্যায়ের সকল নেতৃবৃন্দ,কর্মী এবং জেলার বিশিষ্ট ও গুণীজনরা।
মুহাম্মদ আমাশ জাহাবাদির তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনারর পর জমিয়ত বিহারের জেনারেল সেক্রেটারি মাওলানা নাজেম স্বাগত বক্তব্য প্রদান করেন।
সভায় মাওলানা মাহমুদ মাদানী তার বক্তব্যে মুসলমানদের ভেতর-বাইরের সার্বিক সব পরিস্থিতি ও সঙ্কট সম্পর্কে আলোচনা করে তা থেকে উত্তরণের কার্যপন্থা উপস্থাপন করেন।
তিনি আরো বলেন, এরকমটি শুধুমাত্র কোনও নির্দিষ্ট দেশে হচ্ছে এমন নয় বরং পুরো দুনিয়াতেই একই সিস্টেম চলছে। এরকমই হচ্ছে। সুতরাং যে কোনও জাতীই, যে কোনও গোষ্ঠীই, এবং যে কোনও পরিবার যদি ভেতর থেকে শক্তিশালী না হয় তাহলে এই প্রকাশ্য সমস্যা ও প্রোপাগান্ডার মোকাবেলা করতে পারবে না। তাই মুসলিমদের আত্মরক্ষায় আমল আখলাকসহ সর্বক্ষেত্রেই পরিপূর্ণ প্রস্তত থাকার আহবান জানিয়েছেন তিনি।
এদিকে ভারতে উদ্দেশ্যপ্রণোদিত ও চক্রান্ত করেই মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে দাবি করে ভারতজুড়ে অহিংস আন্দোলনের ডাক দিয়েছে জমিয়তে উলামা হিন্দ। সম্প্রতি এই তথ্য ‘সেন্টার ফর রিসার্চ ও ডিবেটস ইন ডেভেলপমেন্ট পলিসি’ প্রকাশ করায় মুসলমানদের মধ্যে আরও প্রতিবাদের ঝড় উঠেছে।
এ অনৈতিকতার বিরুদ্ধে সোচ্চার হয়েছে ভারতের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জমিয়তে উলামা হিন্দ। দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে দলটি। এ অনৈতিকতার বিরুদ্ধে সাধারণ মানুষের একাত্মতা কামনা করছেন তারা।
অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ
তথ্যসূত্র : ভারতীয় উর্দু ডেইলি
সম্পাদনা : মাসউদুল কাদির