মুসলমানের হক ৬টি

মুসলমানের হক ৬টি

  • তামীম আব্দুল্লাহ  

হযরত আবু হুরায়রা (রা.) থেকে হাদিসের বর্ণনা আছে।

তিনি বর্ণনা করেছেন যে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এক মুসলমানের ওপর অন্য মুসলমানের ছয়টি হক রয়েছে:

১. কারও সঙ্গে দেখা হলে সালাম দেবে।
২. আমন্ত্রণ করলে তা কবুল করবে।
৩. পরামর্শ চাইলে সৎ পরামর্শ দেবে।
৪. হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ পড়লে তার জবাব দেবে (অর্থাৎ, ইয়ারহামুকাল্লাহ বলবে)।
৫. পীড়িত হলে তার কাছে গিয়ে খবরাখবর নেবে
৬. ইন্তেকাল করলে তার জানাজায় অংশগ্রহণ করবে।

প্রতিটি মুসলমানের উপর উপর মুসলমানের কিছু দায়- দায়িত্ব রয়েছে, রয়েছে কিছু হক্ক। এই হক্ক বা দায়িত্বগুলো স্বয়ংক্রিয়ভাবেই কোনো অনুঘটক ছাড়াই প্রত্যেকের উপর বর্তায়। এছাড়া এগুলো সামাজিক মূল্যবোধ ও নৈতিক অবস্থানের কারণেও করা উচিত।

ইসলাম সর্বযুগেই মানুষের পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্যকে প্রাধান্য দিয়েছে। এবং ইসলামের প্রসারতায় ১৪ শো বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো পারস্পরিক সৌহার্দ্যতার বন্ধন। এটা মুসলমানের কোনো দায়বদ্ধতা থেকে নয় বরং মানবতাকে সম্পূর্ণরূপে বিকশিত করার জন্যই। যা যুগে যুগে ইসলাম ও মুসলমানদের এক নিগূঢ় পরম্পরা।

আর এ পরম্পরাই আমাদের নৈতিকতা ও সামাজিকতাকে গড়ে তোলে এক প্রেমময় বন্ধনে।


হাদিস সূত্র: সহীহ মুসলিম, ২,১৬২

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *