মুসলিম-খ্রিস্টান দাঙ্গায় নাইজেরিয়াতে নিহত ৫৫

মুসলিম-খ্রিস্টান দাঙ্গায় নাইজেরিয়াতে নিহত ৫৫

পাথেয় টোয়ন্টিফোর ডটকম : প্রায়ই সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে নাইজেরিয়ায় ।তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটে দেশটিতে। সামান্য সামন্য ইস্যু নিয়েই উত্তেজিত হয়ে পড়েন তারা। খুনে খুনে তখন লাল হয়ে ওঠে শহরের পর শহর। মানুেষর জীবন যেন খুবই তুচ্ছ তাদের প্রতিহিংসার কাছে। নিজেদের ক্ষোভ প্রকাশে কতোটা জ্ঞানহীন হয়ে পড়েন তারা!

সম্প্রতি আবারো তাই ঘটেছে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যের একটি মার্কেটে মুসলমান ও খ্রিস্টান সম্প্রদায়ের দাঙ্গায় নিহত হয়েছেন ৫৫ জন।

স্থানীয়রা জানিয়েছেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এর সূত্রপাত। একদম সামান্য একটি বিষয় থেকেই এতো বড় একটি হত্যাযজ্ঞের ঘটনা ঘটে গেল। যা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় স্থানীয় ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খবর ক্যাথলিক নিউজ ওয়ার্ল্ডের। বিবিসিও এই তথ্য প্রকাশ করেছে।

দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি জানান, রাজ্যের কাসুয়ান মাগানি শহরে ঠেলাগাড়িচালক যুবকদের মধ্যে বাদানুবাদ হলে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে তা থেকেই হতাহতের এ ন্যাক্কার ঘটনা ঘটে।

শনিবার এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি দাঙ্গায় ৫৫ জন নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। একই সাথে তিনি দেশবাসীকে অসাম্প্রদায়িক চেতনায় সহাবস্থানের আহ্বান জানান।

সূত্রে জানা যায় এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে গত বৃহস্পতিবার সংঘর্ষে দুজন নিহত হন। এর পর খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে হঠাৎ করে মুসলমানদের ওপর হামলা চালান। তারা মুসলমানদের ঘরবাড়ি পুড়িয়ে দেন। মুসলমানদের হত্যা করেন তারা।
এ ঘটনায় শহরটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। নাইজেরিয়ায় মুসলিম-খ্রিস্টান ধর্মভিত্তিক গোত্রগুলোর মধ্যে প্রায়ই এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। তুচ্ছ ঘটনা কেন্দ্র করে একে অপরের জীবন কেড়ে নেন তারা। খ্রিস্টানরা এসব পরিস্থিতে খুবই উগ্রবাদি আর বর্বর হয়ে ওঠে বলেও জানান স্থানীয় জনগণ। অতীতেও তু্চ্ছ এমন দু’একটি ঘটনাকে কেন্দ্র করে অনেক বড় বড় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে জানা গেছে বিভিন্ন সূত্রের মাধ্যমে।

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জনসংখ্যা ১৮ কোটির উপরে। যেখানে প্রায় ৫০ ভাগ মুসলিম ও ৪০ ভাগ খ্রিস্টান বাকি ১০ ভাগ অন্যান্য সম্প্রদায়। দেশটিতে প্রায়ই- বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিচ্ছিন্ন দাঙ্গার ঘটনা ঘটে। এসব দাঙ্গা এড়াতে প্রশাসন বেশ কিছু ব্যবস্থা ও কার্যক্রম হাতে নিলে তা এখনো খুব ফলপ্রুস হয়নি বলে অভিযোগ থাকলেও, প্রশাসন জানিয়েছে তারা চেষ্টা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *